ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

‘নির্বাসনের’ চার বছর পর কেমন আছেন লিভারপুলের কারিয়াস

‘নির্বাসনের’ চার বছর পর কেমন আছেন লিভারপুলের কারিয়াস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেখতে দেখতে দোরগোড়ায় আরেকটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। শনিবার রাতে শিরোপার জন্য প্যারিসে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল।

ইতোমধ্যে অলরেডদের কোয়াড্রপলের আশা বিসর্জন দিতে হয়েছে। এবার রিয়ালের বিপক্ষে প্রতিশোধ নিয়ে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করতে কি পারবে ইউর্গেন ক্লপের দল?

২০১৮ সালের ২৬ মে, কিয়েভে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলে লস ব্লাঙ্কোসরা। সেই ফাইনাল বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে আছে। রামোসের আঘাতে চোট নিয়ে সালাহর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া, গোলরক্ষক লরিস কারিয়াসের শিশুতোষ ভুল— হতাশ করেছিল লিভারপুলের সমর্থকদের।

অবশ্য সেই দুঃস্বপ্ন চাপা দিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতে অলরেডরা। কিন্তু তাতে ছিলেন না কারিয়াস। জার্মান গোলরক্ষক যে সেই ভুলের পর থেকে লাইমলাইটের বাইরে। এক প্রকার নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে।
 
সেই ফাইনালের পর আর কখনো লিভারপুলের গোলপোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ হয়নি ২৮ বছর বয়সী তারকার। অলরেডরা তাকে ধারে পাঠায় বেসিকতাসে। কিন্তু তুরস্কের ক্লাবটিতেও স্থায়ী হতে পারেননি তিনি। ২০১৮ থেকে ২০২০— দুই মৌসুম বেসিকতাসের গোলপোস্ট সামলেছেন কারিয়াস। খেলেছেন ৬৭ ম্যাচ।

কিন্তু কথায় আছে, ‘অভাগা যেদিকে যায়, সাগর সেদিকে শুকায়’। লিভারপুল ছেড়ে বেসিকতাসে গিয়েও বিপদে পড়েন কারিয়াস। অভিযোগ করেন, বেসিকতাসে নিজের প্রথম মৌসুমের মাঝপথ থেকে বেতন পাচ্ছেন না তিনি।

তারপর তুরস্ক ছেড়ে কারিয়াস ফেরেন বুন্দেসলিগায়। ধারে ২০২০/২১ মৌসুম তিনি ছিলেন ইউনিয়ন বার্লিনে। কিন্তু সেখানেও অনিশ্চিত জীবন। খেলেন মাত্র ৫ ম্যাচ। গত ইংলিশ মৌসুমে জার্মান গোলরক্ষক ফের অ্যানফিল্ডে ফেরত আসেন। কিন্তু লিভারপুল সমর্থকদের কাছ থেকে এখনো ক্ষমা পাওয়া হয়নি তার।

কোচ ক্লপের আস্থা হারানো কারিয়াসের এক মিনিটের জন্যও সুযোগ হয়নি মাঠে নামার। এখন তিনি লিভারপুলের পঞ্চম পছন্দের গোলরক্ষক। কারিয়াসকে ধারে পাঠানোর পর রোমা থেকে ৭৫ মিলিয়ন ইউরোতে ব্রাজিলের অ্যালিসনকে আনে অলরেডরা। এখন তিনিই ক্লপের প্রিয় শিষ্য।

কিয়েভ দুর্ঘটনার পরে যেন ‘সব হারানো লোক’ কারিয়াস। জানেন না নিজের ভবিষ্যৎ ঠিকানা সম্পর্কেও। লিভারপুলও আছে তার সঙ্গে চুক্তি শেষের অপেক্ষায়। ৩০ জুন অ্যানফিল্ডের সঙ্গে সব সম্পর্ক শেষ হচ্ছে কারিয়াসের।

চার বছর পর আরেকটি রিয়াল-লিভারপুলের ফাইনাল, আর এমন একটি শিরোপা লড়াই জার্মান গোলরক্ষককে নামিয়ে এনেছিল আকাশ থেকে মাটিতে। মেইঞ্জ থেকে যে স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে এসেছিলেন, তা যেন উল্টো কাল হলো কারিয়াসের।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন