বানারীপাড়ায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব : যুবককে হত্যা চেষ্টার অভিযোগ!


বানারীপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। সিনিয়র জুনিয়র বিষয়কে কেন্দ্র করে লিমন নামে এক যুবককে নির্মমভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই যুবককে গুরুতর আহত করে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটানোরও অভিযোগ উঠেছে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাত সাতটায় উপজেলার গাভা নরেরকাঠি মধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিমন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।
বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক ওসমান গনি জানান, সিনিয়রকে নাম ধরে ডাকা কে কেন্দ্র করে লিমন নামে একজনের উপর হামলা চালায় কিছু জুনিয়র ছেলে। পরে হামলা করে সবাই চলে গেলে এদের মধ্যে শান্ত নামে এক হামলাকারীকে স্থানীয়রা আটক করেন।
তবে থানা পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই আটক শান্ত কে তার গ্রুপের লোকজন ছিনিয়ে নেয়।
আহত লিমন জানান, গত বুধবার বিকেলে গাভা বধ্যভূমি এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার কালু ও তার সহযোগী শান্ত, শাকিবসহ কয়েকজন লিমনকে নাম ধরে ডাকে। লিমন ওদের সিনিয়র হওয়ায়- নাম ধরে ডাকার প্রতিবাদ করেন।
বিষয়টিকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার রাত সাতটায় কথিত কিশোর গ্যাং লিডার কালু, শান্ত, শাকিব, পুণ্যসহ গ্যাংয়ের অর্ধশতাধিক সদস্য হত্যার চেষ্টায় লিমনের উপর নির্মম হামলা চালায়।
পরে এলাকাবাসী জানতে পেরে ধাওয়া করলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় মধ্যে কিশোর গ্যাং সদস্য শান্তকে এলাকাবাসী আটক করেন।
তবে আটকের পরপরই দ্বিতীয় দফায় কিশোর গ্যাং সদস্যরা তাণ্ডব চালিয়ে শান্ত কে ছাড়িয়ে নিয়ে যায়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, হামলার ঘটনা শুনেছি, অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এমবি
