ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

ভাতিজার হাতে চাচা খুন 

 ভাতিজার হাতে চাচা খুন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি  শার্শার সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে ঘটেছে। নিহত আব্দুল মজিদ সর্দার (৫০)শার্শার অগ্রভুলোট গ্রামের আব্দুল গফুর সর্দারের ছেলে। 

হত্যাকারী দেলোয়ার হোসেন একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান জানান,ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেনের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা ধারালো বল্লম ছুড়ে মারে। বল্লম আব্দুল মজিদের পেটে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়। 

পরে শুক্রুবার দুপুরে পুলিশ খুনি দেলোয়ার হোসেনকে পাশবর্তী পাচ ভ‚লোট গ্রাম থেকৈ আটক করে।  

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, চাচা ভাতিজার ভিটের সীমানা সংক্রান্ত বিরোধে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা একটি মামলা হয়েছে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন