ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

‘তোদের বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম’

‘তোদের বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘তোদের বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম। তোরা ভালো থাকিস’। বিষ পান করে নিজের কন্যার উদ্দেশ্যে এমন কথা বললেন নিহত গৃহবধু সমাপ্তি মৈত্র (৪২)। বুধবার (১জুন) ওই গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেন। তিনি উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র মজুমদারের স্ত্রী। তিনি  স্থানীয়  কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা। 

নিহতের কন্যা পাপড়ি মজুমদার জানান, তার মা বেশ কিছু দিন আগেই আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে কিটনাশক কিনে রেখেছে। গত কয়েক দিন ধরে ঘওে এক গৃহ পরিচালিকাকে (কাজের লোক) মা কাজ থেকে বাদ দিতে বলেন। এ নিয়ে আমাদের সাথে  কিছু কথা কাটাকাটি হয়। হয়তো এর জেরে বুধবার দুপুর আড়াইটার দিকে ঘরে থাকা ওই কিট নাশক পান করেন। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক ডাক্তার রুম্পা মৌতিষি জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার সামান্য কিছু সময় পরই তার মৃত্যু হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন