দৌলতখানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


ভোলার দৌলতখানে রাকিব নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক রাকিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের কাজী আবু রশীদের ছেলে।
গতকাল বুধবার দিনগত রাতে উপজেলার ভবানীপুর লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, রাকিব কুমিল্লা থেকে গাঁজাসহ দৌলতখান হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ছয়শত ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
