শচীনপুত্রের দলে সুযোগ পাওয়া নিয়ে যা বললেন শেন বন্ড

চলতি বছরের আওপিএল নিলামে অর্জুন টেন্ডুলকারকে ৩০ লাখ টাকা দিয়ে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু শচীনপুত্রকে আইপিএলের একটা ম্যাচেও খেলায়নি তারা। একের পর এক হারের জেরে মুম্বাইয়ের প্লে অফের রাস্তা বন্ধ হয়ে গেলে নানা মহল থেকে দাবি উঠেছিল, এখন অর্জুনকে সুযোগ দিয়ে দেখা যেতেই পারে।
কিন্তু তাও হয়নি। অন্যান্য তরুণরা সুযোগ পেলেও ডাগ আউটেই বসে থাকতে হয়েছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্রসন্তানকে। এতদিন পর মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড এই নিয়ে মুখ খুললেন।
শেন বন্ড জানিয়েছেন, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে আরও অনেক উন্নতি করতে হবে অর্জুনকে। কোচের কথায়, তার এখনও অনেক খাটতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলের স্কোয়াডে ঢোকা এক আর প্রথম একাদশে জায়গা অন্য বিষয়। এখনও অনেক খাটতে হবে এবং উন্নতি করতে হবে।
বন্ড আরও বলেন, যখন আপনি এই পর্যায়ে খেলেন, সবাইকে সুযোগ দেওয়া একটা বিষয়। সেই সঙ্গে আপনাকে নিজের জায়গা অর্জন করতে হবে। বিশেষ করে ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে অর্জুনকে এখনও অনেক খাটতে হবে। আশা করি ও উন্নতি করবে এবং দলে নিজের জায়গা অর্জন করবে। পরবর্তী টেন্ডুলকারকে বল হাতে মাঠ কাঁপাতে দেখতে চাই আমরাও।      
 
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    