বাবাকে হারিয়ে ফুটবল থেকে বিদায় নিলেন তেভেজ

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। ২০ বছরের ক্যারিয়ার শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়র্ড।
বিদায় বেলায় তেভেজ বলেন, 'আমি অবসর নিয়েছি, এটাই নিশ্চিত। অনেক জায়গা থেকেই আমি প্রস্তাব পেয়েছি, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও। তবে আমি আমার সবকিছু দিয়ে ফেলেছি। গতবছরই আমার জন্য খেলে যাওয়া কষ্টকর ছিল। আমি আমার সেরা সমর্থককেই হারিয়েছি।
তেভেজ জানিয়েছেন, বাবার মৃত্যুর পরই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আমার এখানে মায়ের সঙ্গে থাকতে হবে, সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আমার বাবা তিন মাস আগে মারা গেছেন। আমি একজন বাবা, সন্তান ও ভাই হতে চাই। এই একটা ব্যাপারই এখন আমার মাথায় আছে।
সমৃদ্ধ ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০০৪ খেকে ২০১৫ পর্যন্ত ৭৬ ম্যাচ খেলেছিলেন তেভেজ। ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জেতেন তেভেজ। খেলেছেন দুইটি বিশ্বকাপও। বোকা জুনিয়র্সের হয়ে পাঁচবার আর্জেন্টাইন লিগের চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন কোপা লিভারতোদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে খেলেছেন। সব ক্লাবের হয়ে তিনি ৭৪৬ ম্যাচে ৩০৮ গোল করেছেন।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    