আফগানিস্তানের কাছে পাত্তা পেলো না জিম্বাবুয়ে

আফগানিস্তানের ক্রিকেট ক্রমেই উন্নতির পথে পা রাখছে। নিজেদের কাছাকাছি শক্তির দলগুলোকে এখন নিয়মিতই হেসেখেলে হারাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
আজ (শনিবার) জিম্বাবুয়েকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে আফগানরা। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে হাসমতউল্লাহ শহিদির দল।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর হাসমতউল্লাহ আর রহমত শাহ তৃতীয় উইকেটে গড়েন ১৮১ রানের বিশাল জুটি।
দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই। রহমত শাহ ৯৪ আর শহিদি আউট হন ৮৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন রশিদ খান।
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি ৫২ রান খরচায় নেন ৪টি উইকেট।
জবাবে একটা সময় ২ উইকেটে ৯১ রান থাকলেও মোহাম্মদ নাবির ঘূর্ণিতে হঠাৎ ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। যা একটু লড়াই করেছেন সিকান্দার রাজা। ৬৭ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ৩০ রান। পুরো ৫০ ওভার খেললেও জিম্বাবুয়ে অলআউট হয় ২১৬ রানে।
নাবি ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার ফজলহক ফারুকি আর রশিদ খানের।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    