ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

২৪ মে থেকে লঞ্চ চলতে দেওয়ার দাবি

২৪ মে থেকে লঞ্চ চলতে দেওয়ার দাবি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৪ মে থেকে লঞ্চ চলতে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থা।

আজ শনিবার (২২ মে) বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে যে প্রণোদনার জন্য আবেদন করা হয়েছিল তা অবিলম্বে বন্টনের দাবি জানান।

বদিউজ্জামান বাদল বলেন, করোনাকালে শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডাব্লিউটিএ-এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বণ্টনের দাবি জানাচ্ছি।

একইসঙ্গে এনবিআরের ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ছয় মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ছয় মাসের কারভেন্সি ও বার্লিং চার্জ মওকুফ, নৌপরিবহন অধিদপ্তরের ছয় মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ছয় মাসের সুদ মওকুফ করার দাবি জানান তিনি।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন