মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন


ভোলার মনপুরার মেঘনায় ভাসতে থাকা একটি মৃত ডলফিন স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার করেছে বনবিভাগ। পরে বন বিভাগের কর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে নদীর পাড়ে মাটি খুঁড়ে চাপা দেয় মৃত ডলফিনটিকে।
তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি এড়িয়ে যাওয়ায় ডলফিনটি কোন জাতের বা কিভাবে এটি মনপুরার মেঘনায় এসেছে তা জানা সম্ভব হয়নি।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ১নং মনপুরার ইউনিয়নের তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা পাড় থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করে বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, মৃত ডলফিন মাছটি ৩০ ইঞ্চি লম্বা। ওজন ৪ কেজি। মাথায় আঘাতে চিহৃ রয়েছে।
স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে ডলফিনের বাস। মেঘনার কাছাকাছি সমুদ্র থাকায় খাদ্যের সন্ধানে দলছুট হয়ে মেঘনায় এসে আঘাতে মৃত্যু হয়।
এই ব্যাপারে উপজেলা বনবিভাগের মনপুরা বিটের বিট কর্মকর্তা মো. মিলন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মৃত ডলফিন মাছটিকে তুলাতলী ঘাটে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়েছে।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন মুঠোফোনে জানান, ডলফিন ও হাঙ্গর মাছ বনবিভাগের অধীনে। তবে নি¤œচাপের প্রভাবে এটি মেঘনায় এসেছে। পরে আঘাতে মৃত্যু হয়।
এএজে
