ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

অতীত জানলে সন্তানরা কী ভাববে, দুশ্চিন্তায় সানি

অতীত জানলে সন্তানরা কী ভাববে, দুশ্চিন্তায় সানি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেত্রী সানি লিওনকে একসময় সবাই পর্ন তারকা হিসেবেই চিনতো। তবে বহুদিন আগেই সেই জগত ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অতীতের কথা চিন্তা করে আশঙ্কার কথা প্রকাশ করেছেন এই তারকা।

সানি লিওনের আশঙ্কা, অতীতের কথা জানলে তার তিন সন্তান কী বলবে? সেকথা জানলে কি তার তিন সন্তান তাকে ঘৃণা করবে? সানির কথায়, ‘আমার অনেক কিছুই আমার ছেলেমেয়েদের পছন্দ নাও হতে পারে। আমি ওদের সঙ্গে এ বিষয়ে খোলাখুলি কথা বলব। যাতে কেউ এ বিষয়ে ওদের কোনো প্রশ্ন করলে ওরা উত্তর দিতে পারে।’

সানির কথায়, ‘আমি আমার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার সন্তানদেরও পূর্ণ স্বাধীনতা দেবো তারা যেন তাদের নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে।’

সম্প্রতি সানি লিওন তার মেয়ে নিশোকে বলেছেন, পিয়ানোর প্রতি ভালোবাসার জন্য বিশ্বভ্রমণ করতে পারে।

বর্তমানে আসের, নোয়া আর নিশা তিন সন্তানের মা সানি লিওন। ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুরের এক অনাথ আশ্রম থেকে মেয়ে নিশাকে দত্তক নেন সানি। পরে সারোগেসির মাধ্যমে সানি এবং ড্যানিয়েল ওয়েবারের সংসারে আসে তাদের আরও দুই সন্তান আসের ও নোয়া। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন