আফগানদের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশই হতে হলো জিম্বাবুয়েকে। তিন ম্যাচের কোনোটিতেই সফরকারীদের সামনে দাঁড়াতে পারলো না স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ ম্যাচে তো আফগানিস্তানের সামনে একদমই দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৪২ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ৪০ বলে ১৬ রান করে আউট হন ইনোসেন্ট কাইয়া। ৭৭ বল খেলে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন সিকান্দার রাজা।
৪২ বলে ১৫ রান করে আউট হন রেগিস চাকাভা। রায়ান বার্ল ৩৭ বলে ২১ রান করে আউট হন। ১১ রান করেন মিল্টন সুম্বা। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায়। আফগানদের হয়ে রশিদ খান সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি, মোহাম্মদ নবি এবং ১টি করে উইকেট নেন ফরিদ আহমদ, মুজিব-উর রহমান এবং আজমাতুল্লাহ ওমরজাই।
জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়েছিল আফগানিস্তানও। রহমানুল্লাহ গুরবাজ ৭ রানে এবং ইব্রাহিম জাদরান করেন ৮ রান। রহমত শাহ করেন ১৭ রান। অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি করেন সর্বোচ্চ ৩৮ রান। ১৬ বলে ৯ রান করেন নজিবুল্লাহ জাদরান। মোহাম্মদ নবি ৪৭ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে।
আজমতউল্লাহ ওমরজাই ৯ রান করেন। রশিদ খান ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন তিনি।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    