এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছে বিসিসি’র সাবেক কাউন্সিলর জেলালকে


বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালকে মুমূর্ষ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছে।
আজ শনিবার (২২ মে) দুপুরে এ্যায়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন।
এর আগে বেশ কিছুদিন যাবত তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক এই জনপ্রিয় কাউন্সিলরের বড় ভাই সৈয়দ দুলাল জানিয়েছেন, ‘জেলালকে স্কয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তার কোভিড নেগেটিভ।
তবে লাঞ্চে একটু সমস্যা আছে। তার অবস্থা বেশি একটা ভালো নয়। প্রয়োজনে ভেন্টিলেটর নেয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে। তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জেলাল এর বড়ভাই এবং নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল।
কে.আর
