ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দক্ষিণ আইচায় বিক্ষোভ মিছিল

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দক্ষিণ আইচায় বিক্ষোভ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহকর্মী মিডিয়া সেলের প্রধান নাভীন জিন্দাল কর্তৃক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ আইচায় সর্বস্তরের মুসলিম জনতার ডাকে দক্ষিণ আইচায় বিক্ষোভ মিছিল  করেছেন তৌহিদি জনতা। 

শুক্রবার আছরবাদ দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড বায়তুল তাকওয়া মারকাজ জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসলিম তৌহিদি জনতা। 

এ সময় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘটে। প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শেষে  বক্তব্য রাখেন, দক্ষিণ আইচা বায়তুল তাকওয়া মারকাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আল-আমীন,  এম এ মান্নান প্রমুখ। এ সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্বেদেন সেলিম রানা, শেখ সাদী লিমন, পল্লী চিকিৎসক মো. হাছনাইন, ও মিজান হাওলাদার, সাহাবুউদ্দিন হাওলাদার সহ দক্ষিণ আইচা থানা এলাকার সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন। 

এসময় আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন