মঠবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিত করণ সভা

“ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌর সভাকক্ষে পরিকল্পনা ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মঠবাড়িয়া পৌরসভার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সরোয়ার হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুল হালিম তালুকদার, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুল সালেক, হিসাব রক্ষক হাবিবুর রহমান, ইপিআ্ই সুপার ভাইজার শামীম আহসান, শিরিন আক্তার, সেনেটারী কর্মকর্তা রাম কৃষ্ণ সাহা, গণ মাধ্যম কর্মি, সাবেক কাউন্সিলর বৃন্দ ও সংশ্ল্টি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
রোববার থেকে বুধবার পর্যন্ত মঠবাড়িয়া পৌর সভার ৯ টি ওয়ার্ডের টিকা কেন্দ্র গুলোতে ৬ মাস থেকে ৫৯ মাস ৩১ দিন পর্যন্ত সকল শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এইচকেআর