ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে : ফয়জুল করীম যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে
  • শেষ হয়ে এলো মার্সেলোর অধ্যায়ও

    শেষ হয়ে এলো মার্সেলোর অধ্যায়ও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় কত দ্রুত বয়ে যায়! চোখের পলকেই যেন দিনগুলো চলে যাচ্ছে। এই তো ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে এসেছিলেন মার্সেলো। তারপর কীভাবে যেন গড়িয়ে গেল ১৫ বছর।

    সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ হয়ে এলো মার্সেলোর অধ্যায়ও। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে রিয়ালকে বিদায় বলবেন ব্রাজিলিয়ান লেফট-ব্যাক। লস ব্লাঙ্কোসরা এমনটাই জানিয়েছে বলে অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছেন বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

    ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ৩৪ বছর বয়সী তারকা। তার পরবর্তী গন্তব্য এখনো নিশ্চিত হয়নি। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে মাদ্রিদে এসেছিলেন মার্সেলো। যাচ্ছেন রেকর্ড গড়ে। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ ২৫ শিরোপার মালিক তিনি।

    মার্সেলো যে ২০২১-২২ মৌসুম শেষে লস ব্লাঙ্কোসদের বিদায় জানাবেন তা অনুমিতই ছিল। কারণ কোচ কার্লো আনচেলত্তির অধীনে সুযোগ হচ্ছিল না তার। বয়সের সঙ্গে সঙ্গে নিজের ধারও হারাতে থাকেন তিনি।

    সার্জিও রামোস পিএসজিতে চলে যাওয়ার রিয়ালের নেতৃত্ব পেয়েছিলেন মার্সেলো। কিন্তু তা যেন হাতে কলমে। গত মৌসুমে মাত্র ১৮ ম্যাচ মাঠে নামার সুযোগ হয় তার। অবশ্য বিদায়ী মৌসুমে দুটি গুরুত্বপূর্ণ শিরোপা উঠে তার হাতে।

    লা লিগা উদ্ধার করে অধিনায়ক হিসেবে দেবী সিবেলের মূর্তিতে রিয়ালের পতাকা জড়ান মার্সেলো। রিয়ালের অধিনায়ক হিসেবে এটি ছিল তার প্রথম শিরোপা। এরপর প্যারিসে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতে ব্লাঙ্কোসরা। ফাইনালে মাঠে নামার সুযোগ না হলেও আনন্দে কাঁদতে দেখা যায় মার্সেলোকে। তখনই জানিয়ে দিয়েছিলেন, রিয়ালের জার্সিতে তাকে আর দেখা যাবে না।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ