৪০ হাজার কোটি ছাড়িয়েছে আইপিএলের মিডিয়া স্বত্বের খরচ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ই-নিলামে ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্বের জন্য (টিভি ও ডিজিটাল) ৪০ হাজার কোটি ভারতীয় রুপি ছাড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।
পাঁচ বছরের এই সময়সীমায় প্রতি মৌসুমে ৭৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে শেষ দুই বছরে ম্যাচ বেড়ে ৯৪টি করে হতে পারে। ই-নিলামে ৪টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে এ, বি, সি ও ডি। প্রথম প্যাকেজে ভারতীয় উপমহাদেশে টিভি, বি’তে একই অঞ্চলে ডিজিটাল। তিন নম্বরে প্রতিটি মৌসুমে নির্ধারিত ম্যাচ ও ডি’তে টিভি ও ডিজিটাল মিলিয়ে সব ম্যাচ।
এই নিলাম থেকে অবশ্য ইতোমধ্যে সরে দাঁড়িয়েছে অ্যামাজন।
এর আগে সনি পিকচার্সকে হটিয়ে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ১৬ হাজার ২৪৭.৫০ কোটিতে মিডিয়া স্বত্ব পায় স্টার ইন্ডিয়া। এই চুক্তিতে প্রতিটি ম্যাচের জন্য খরচ হয়েছিল ৫৫ কোটি রুপি।
২০০৮ সালে প্রথম মৌসুম থেকে ১০ বছর অবধি সময়ে ৮ হাজার ২০০ কোটি রুপিতে স্বত্ব পেয়েছিল সনি পিকচার্স।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    