ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় কৃষকের প্রশিক্ষণ কর্মশালা 

মনপুরায় কৃষকের প্রশিক্ষণ কর্মশালা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষকদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন কৃষক প্রশিক্ষণ নেয়।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নতুন ডাকবাংলোর হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, সাংবাদিক আবদুল্লাহ জুয়েল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও প্রশিক্ষণে অংশগ্রহন করা কৃষকরা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন