ভোলার চার ইউপিতে নৌকার জয়


ভোলার দৌলতখান ও লালমোহন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। বুধবার রাত ১০টায় উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা মার্কার ওই চার প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এর মধ্যে দৌলতখানের হাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হামিদুর রহমান টিপু নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৬৬১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবি আব্দুল্লাহ কিরণ পাটওয়ারী পেয়েছেন ৭৫০ভোট।
একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মালেক মাষ্টার নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুন্সি মোহাম্মদ ওবায়েদ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।
অপরদিকে লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইমাম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৫৩০ ভোট পেয়েছেন।
একই উপজেলার কালমা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আকতার হোসেন ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা লোকমান হোসেন হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৬২০ ভোট পেয়েছেন।
এছাড়া কোনো প্রকার সহিংসতা ছাড়াই চারটি ইউনিয়নের নির্বাচন শেষ হয়েছে বলে জানান দৌলতখান ও লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালাম এবং আমির খসরু গাজী।
এমইউআর
