ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মনপুরায় বিক্ষোভ মিছিল 

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মনপুরায় বিক্ষোভ মিছিল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ দুই শীর্ষ নেতার সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যে প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মনপুরা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসার ও ওসি’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার যোহরের নামাজের শেষে হাজিরহাট মার্কাস জামে মসজিদ থেকে ওলামা মাশায়েখ ব্যানারে এই বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

পরে চৌরাস্তায় সিরাজ চত্বরে বিক্ষোভ সমাবেশ হাজিরহাট মার্কাস মসজিদের ইমাম মুফতি মাও.মোঃ ইফসুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি মাও. মো. মফিজুল ইসলাম, মুফতি ফয়জুল্লাহ, হাফেজ মাও. মো. শিহাব উদ্দিন, মাও. মো. জসিম, হাফেজ মাও. রফিকুল ইসলাম ও হাফেজ আবদুল মন্নান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন