মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


ভোলার মনপুরায় হাজিরহাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১২ টায় স্কুলের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি সাইদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক জোসনা রানী দাস, তপন চন্দ্র দাস, মো. মাহবুবুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এইচকেআর
