স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে বরিশালে লঞ্চ মালিকদের সভা


স্বাস্থ্যবিধি মেনে নৌযানে যাত্রী পরিবহনের বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাত ৮ টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা (যাপ) বরিশাল জোন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারের নির্দেশ মেনে যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নৌযানে অর্ধেক যাত্রী এবং এবং যাত্রীপ্রতি ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়।
বরিশাল লঞ্চ মালিক সমিতির আহবায়ক ও বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু সভায় সভাপতিত্ব করেন।
এসময় লঞ্চ মালিক আজিজুল হক আক্কাস, ওয়াহিদুজ্জামান, স্বপন খান সহ অন্যান্য লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।
এমবি
