ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভারত ফেরত হাসপাতাল থেকে পালানো ব্যক্তি আটক

ভারত ফেরত হাসপাতাল থেকে পালানো ব্যক্তি আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউনুস গাজী নামের ওই ব্যক্তি গত ১৩ মে যশোর থেকে পালিয়ে যান। চাঁদপুর ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ জানান,ছয়দিন পর বুধবার রাতে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় ইউনুসের সঙ্গে তার মা, ফুফু ও ফুফাতো বোনকেও আটক করে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, বৃহস্পতিবার ইউনুস, তার মা, ফুফু ও ফুফাতো বোনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়।“রিপোর্টে ইউনুস, তার মা ও বোনের নেগেটিভ আসলেও ফুফুর পজেটিভ আসে। পরে তাকে আমরা চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে নিয়ে যাই।

”এর আগে যশোর হাসপাতালে নমুনা পরীক্ষায় ইউনুসের করোনাভাইরাস পজেটিভ আসে এবং তিনি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন বলে জানান সাখাওয়াত।

ইউনুসের ফূফু একই ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না জানতে চাইলে সিভিল সার্জন বলেন, “এখনই বলা যাচ্ছে না; বিয়ষটি নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা ঢাকায় আইইডিসিয়ারে পাঠানো হবে। শনি বা রোববারের মধ্যে ফলাফল পাওয়া যাবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন