ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মুলাদীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত

 মুলাদীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুলাদী উপজেলার বাটামার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর আলিমাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে  জামাল হাওলাদার কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 আহত জামাল ও রুবেল হাওলাদারের অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রুবেল হাওলাদার বাদী হয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় একটি অভিযোগ করলে  ২৩ই মে বিকাল সাড়ে ৩ টার এর দিকে মুলাদী থানা থেকে অভিযোগের তদন্তে যায়।

ঘটনা স্থলে রুবেলের চাচাতো ভাই জামাল হাওলাদার পৌঁছলে মৃত: মুজাম খা এর পুত্র খবির খা, ওয়ালেচ খাঁ, রবিউল খান খা, হাচানাত খা, নুর ইসলাম খা, আরিফ খা মিলে জামাল হাওলাদার কে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে তার সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন রুবেল হাওলাদার। রুবেল হাওলাদার অভিযোগ করে বলেন তার আমার চাচাতো ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে, তার বৃহস্পতিবার আমাদের ঘর বাড়ীতে হামলা আগুন লুটপাট চালিয়েছে । আহতকে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী হাসপতালে ভর্তি করে। বর্তমানে মুলাদী হাপাতালে চিকিৎসাধীন আছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন