ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের অবহিতকরণ কর্মশালা 

মনপুরায় বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের অবহিতকরণ কর্মশালা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে হতদরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মাহতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অবিহিতকরণ কর্মশালায় অনলাইনে যুক্ত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবু।

এছাড়াও বিআরডিবি সহকারি কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা সোনালী ব্যাংক ম্যানেজার মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাস, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী, সাংবাদিক নজরুল ইসলাম ও মিজানুর রহমান সহ অন্যান্যরা।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন