ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

প্রাণ ফিরে পেয়েছে বরিশাল নদী-বন্দর

প্রাণ ফিরে পেয়েছে বরিশাল নদী-বন্দর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রাণ ফিরে পেয়েছে বরিশাল নদী-বন্দর। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রা শুরু করেছে লঞ্চগুলো। অনেক দিন পর যাত্রীদের পদচারণায় মুখর লঞ্চ ঘাট। তবে অন্য সময়ের চেয়ে যাত্রী কম।

বিকালে ঢাকাগামী যাত্রীর চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৪ মে) লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকেই টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বেড়েছে । 

অভ্যন্তরীণ সবগুলো রুটে যাত্রী পরিবহন করছে ছোট লঞ্চ। নৌশ্রমিকদের হাঁক-ডাকে মুখর লঞ্চ টার্মিনাল। ডাকাডাকি করেই যাত্রী উঠানো হচ্ছে। লঞ্চগুলোর ভেতরে কিছুটা ফাঁকা দেখা গেছে। 

লঞ্চ ছাড়ায় স্বস্তিস্ত্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলছেন, এখন কোনও ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাওয়া যাবে।  ভোলাগামী একটি লঞ্চে পরিবার নিয়ে উঠেছেন যাত্রী লিটন সরদার । 

তিনি বলেন, ‘ঈদে গণপরিবহন বন্ধ থাকায় গ্রামে যেতে পারিনি। এখন লঞ্চ চলাচল শুরু হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে গ্রামে যাচ্ছি। পাতারহাটগামী আরেক যাত্রী মনির বলেন, অনেক দিন পর লঞ্চ চলাচল শুরু করছে, এখন অন্তত ‘বেশি বোঝা’ মানুষগুলোর উচিত হবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা।

ভোলার উদ্দেশে যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করা লঞ্চের মাস্টার রিপন জানান, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে যাত্রা করেছি। তিনি বলেন, অনেক আন্দোলনের পর অনুমতি পেয়েছি। এবার স্বাস্থ্যবিধি মেনে চলাচলে যাত্রীদের বাধ্য করব।  

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাশেম বলেন, সকাল থেকেই বরিশাল, লক্ষ্মীপুর, মেহেন্দীগঞ্জ, হিজলা, কালীগঞ্জ, লালমোহন, চরকলমি, বোরহানউদ্দিন, বাহেরচর রুটে লঞ্চ চলাচল করছে। 

স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অবস্থা পর্যবেক্ষণ করছি। যদি তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে অনিচ্ছুক হয় তাহলে প্রশাসনের সহায়তায় আমরা তাদের স্বাস্থ্যবিধি অনুসরণে কাজ করব। এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান আসাদ বলেন, নির্দেশনা পাওয়ার পর লঞ্চ ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে। 

আজ সন্ধ্যায় সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করব আমরা। তিনি বলেন, পূর্বে ডেকে জনপ্রতি ভাড়া ছিল ২০০ টাকা। যা বর্তমানে ৪০০ টাকা করে নেওয়া হবে বলে জেনেছি। তবে কেবিনের ভাড়া আগের মতোই থাকবে। 

এমভি সুরভী ৯ লঞ্চের মাস্কার শুক্কুর আলী বলেন, আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে এমভি পারাবত ১০, সুন্দরবন ১০, সুরভী ৯, কির্তনখোলা ১০ এবং মানামী যাত্রী নিয়ে যাবে। আমরা সরকারি সকল নির্দেশনা অনুসরণ করেই যাত্রী পরিবহন করব। 

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান  প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা তদারকি করছি। ঘাটে যাত্রীর সংখ্যা কম থাকায় সবাই স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চে যাতায়াত করছেন।’ তিনি জানান, আমরা এখন মাস্ক পরিধানের ওপর বিশেষ গুরত্ব আরোপ করছি। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন