ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

বাজার করতে গিয়ে প্রাণ গেলো বাবার

বাজার করতে গিয়ে প্রাণ গেলো বাবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেয়ের শ্বশুরবাড়ির নতুন অতিথির জন্য বাজার করতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় মো. মাকসুদ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাকসুদ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চরকালাচাঁদ গ্রামের মোস্তাক মাওলানা বাড়ির মো. তাজল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলে। প্রায় এক মাস আগে তাদের বড় মেয়ের বিয়ে দেন। শুক্রবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেয়াই-বেহান আসার কথা ছিল। এ জন্য তার স্বামী বাজার করতে বাড়ি থেকে রাতে অটোরিকশাযোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপায় দেয়। তার স্বামী ঘটনাস্থলেই মারা যান। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন