ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় ৫০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার 

ভোলায় ৫০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করেন। সে একটি জিআর মামলায় পরোয়ানা ভুক্ত আসামী। 

এজহার সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগানে অভিযান পরিচালনা করেন। 

এ সময় চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. নয়নকে (২৬) ৫০ পিচ ইয়াবা, দু’টি চোরাই মোবাইল, চোরাই কাজের ব্যবহৃত একটি চাকু ও একটি প্লাজসহ গ্রেপ্তার করে তজুমদ্দিন থানায় নিয়ে আসেন।

জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দার বলেন, নয়ন দীর্ঘদিন চুরি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। এছাড়া সে একটি মামলার পরোয়ানা ভুক্ত আসামী । গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগান থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন