অবসর নিয়ে ভাবছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান


ফর্ম একেবারেই ভালো যাচ্ছে না ইয়ন মরগানের। তাইতো এই সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
চলতি বছরে ফর্ম ও ফিটনেস দুই নিয়েই সমস্যায় পড়েছেন ৩৫ বছর বয়সী মরগান। আর সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে দল দারুণ করলেও দুই ম্যাচে শূন্য রানে বিদায় নেন তিনি। পরে সিরিজের তৃতীয় ম্যাচে চোটের কারণে আর খেলেননি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অবসরের চিন্তা করছেন ইংলিশ অধিনায়ক। যদিও তার নেতৃত্বেই প্রথমবারে ওয়ানডে বিশ্বকাপ জেতে দলটি। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর থেকেই মরগানের ফর্ম খুবই বাজে ছিল।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    