ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় ৪ ঝুড়ি সামুদ্রিক মাছ আটক

ভোলায় ৪ ঝুড়ি সামুদ্রিক মাছ আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার বাংলাবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৪ ঝুড়ি সামুদ্রিক মাছ আটক করেছে মৎস্যবিভাগ।

শুক্রবার সকালে এসব মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছের মধ্যে সামুদ্রিক কই, সুরমা ও মাইট্রাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের একটি টিম অভিযান চালায়। এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ ঝুড়ি সামুদ্রিক মাছ আটক করা হয়। তবে মাছের সঙ্গে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়। পরে এসব মাছ ৪৫ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।  

তিনি বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশসহ সক প্রজাতির মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন