ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সবার চেতনায় নজরুল: পংকজ নাথ এমপি 

সবার চেতনায় নজরুল: পংকজ নাথ এমপি 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ  বলেন, অসাম্প্রদায়িক চেতনার ভীত তৈরী করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্ম দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । 

 তিনি বলেন, বিদ্রোহী কবি, চেতনার কবি কাজী নজরুল। ১৯৭৩ সনে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামের নাম জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে নজরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। পরে এমপি  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল আলম, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, মনির হাওলাদার, মহিউদ্দিন তালুকদার, কাদের ফরাজি, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, কাউন্সিলর সোহেল মোল্লা, সাইফুল ইসলাম, মিতা রানী দাস, কান্তা দেবনাথ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন