মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


ভোলার দৌলতখানের মেঘনার কিনারা থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এছাকমোড় সংলগ্ন মেঘনার কিনারা থেকে এ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় , স্থানীয়রা লাশটি নদীর কিনারায় ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা ২৯ জুন চাঁদপুরের হাইম চরে ট্রলার ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ হয়। উদ্ধারকৃত লাশটি ওই নিখোঁজ ব্যক্তির হতে পারে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার লাশটি চাঁদপুরের হাইম চরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির হতে পারে। লাশের পরিচয়ের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে ।
এইচকেআর
