সাবেক কাউন্সিলর জেলাল’র ইন্তেকাল
বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল ইন্তেকাল করেছেন (ইন্না..... রাজিউন)।
আজ মঙ্গলবার (২৫ মে) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে বেশ কিছুদিন যাবত তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়। এরপর থেকেই রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সেময় সাবেক এই জনপ্রিয় কাউন্সিলরের বড় ভাই সৈয়দ দুলাল জানিয়েছিলেন, ‘জেলালকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার কোভিড নেগেটিভ এসেছে।
এমবি