ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

লালমোহনে দুই ব্যবসায়ীকে জরিমানা 

লালমোহনে দুই ব্যবসায়ীকে জরিমানা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। 

মঙ্গলবার সকালে পৌর শহরের আরজু হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার ও মিনা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, আকস্মীক পরিদর্শনে গিয়ে দেখা যায় ওই সব প্রতিষ্ঠান নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করছে। যা ভোক্তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা। যার জন্যই এ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন