ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় অটোগাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোর আটক

ভোলায় অটোগাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোর আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশনে চর আফজাল গ্রামে চুরি করে অটোগাড়ির ব্যাটারী নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে ধরেফেলেন জনতা। 

ঘটনা সুত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে সুলতান সরদারের গ্যারেজ হইতে পার্শ্ববর্তী ফিরোজের অটোগাড়ির ব্যাটারি চার্জ দিয়ে  বাড়িতে চলে যায়। হঠাৎ গভীর রাতে টিন ভাঙ্গার শব্দে ঘুম ভেঙে যায়। এরপর বাদি ফিরোজ টর্চ লাইট নিয়ে গ্যারেজের দিকে গিয়ে দেখেন গ্যারেজের টিন কাটা কিন্তু ফিরোজ এর আসার আগেই পার্শ্ববর্তী নজিরের ছেলে সোহেল ২৬ পালিয়ে যেতে দেখেন। এর পর আমি গ্যারেজ খুলে দেখি আমার ব্যাটারি নেই, তাৎখনিক আমার ডাক চিৎকারে এলাকায় লোকজন চোরকে ধওয়া করে চরফ্যাশন পৌরসভা ৭ নং ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে জনতা ধরে গন ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। 

চরফ্যাশন থানার উপ পরিদর্শক এস আই সাহিন ঘটানার সততা  স্বীকার করে বলেন আসামি সোহেলকে রাত দেড়টায় জনতার কাছথেকে উদ্ধার করে চরফ্যাশন থানা হাজতে প্রেরণ করি, এবং আটককৃত আসামি সোহেলের নিকট থেকে  অটোগাড়ির চারটি  ব্যাটারি এবং চোরাই কাজে ব্যাবহারকৃত অটোগাড়ির উদ্ধার করি। জব্দকৃত মালামাল থানায় রাখা হয়েছে। 
এঘটনায় ফিরোজ বাদি হয়ে একটি এজাহার দাখিল করেন। উক্ত এজাহারে আসামি সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী নোমান( ২৫) নামের আরো একজন আসামি গ্রেপ্তার করা হয়। চরফ্যাশন থানা পুলিশের ইনচার্জ মনির হোসেন বলেন ১৯৪৮/২২ মালার এজাহার ভূক্ত দুজন জন  আসামিকে আদালতে প্রেরণ করা হবে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন