ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

     শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে ও ভ্যাকসিন নিশ্চিত করে অভিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও জাতীয় বাজেটে শিক্ষায় ২৫ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর কমিটি। 

    বুধবার (২৬) মে সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে এ কর্মসূচি পালন করে। মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সাগর দাশের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, অদিতি ইসলাম,মারিয়া,লামিয়া সায়মন। 

    এসময় বক্তারা বলেন, এক বছর তিন মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষাজীবন ধ্বংসের মুখে। এ অবস্থায় অনতিবিলম্বে শিক্ষার্থী-কর্মচারীদের ভ্যাক্সিনেশন নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য জোর দাবি জানান। 

    একইসাথে বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে ন্যুনতম ২৫ ভাগ বরাদ্দ দেয়ার দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ