ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন 

ভোলায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন নাহিদ (২০) নামে এক যুবক।

রোববার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই এলাকার শাহে আলমের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক রায়হানকে আটক করেছে।
       
এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রায়হানের স্ত্রী দৌড়ে নাহিদদের বাসার সামনে গেলে এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন তিনি। এ সময় রায়হানের হাতে থাকা বটি দিয়ে অতর্কিত নাহিদের ঘাড়ে কোপ দেন রাইহান। এ সময় স্থানীয়রা  আহত নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রায়হানকে আটক করেছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।  


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন