অশ্রুসিক্ত নয়নে সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলালের শেষ বিদায়


অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, মহানগর বিএনপি নেতা সৈয়দ জাকির হোসেন জেলাল কে। আজ বুধবার বিকালে দল-মত নির্বিশেষে হাজারো মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় নগরীর মুসলিম গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়েছে তাকে।
এর আগে বাদ আসর নগরীর জিলা স্কুল মাঠে মরহুম জাকিরহোসেন জেলাল এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশগ্রহণকারী মানুষের উপস্থিতিতে জিলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর এস.এম জাকির হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি’র নেতৃবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান এবং সাবেক মেয়রসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সকল ধর্ম বর্ণের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজের পূর্বে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ দুলাল সকলের কাছে মরহুম ভাইয়ের জন্য দোয়া কামনা করেন।
অপরদিকে, জানাজা নামাজ পরবর্তী মরহুম সৈয়দ জাকির হোসেন জেলাল এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ এবং বিএনপি’র নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর মুসলিম গোরস্থানে মরহুম সৈয়দ জাকির হোসেন জেলালকে সমাহিত করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন সৈয়দ জাকির হোসেন জেলাল। তিনি প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন তিনি।
এরপর সড়ক পথে বুধবার সকাল সোয়া ৯টায় নগরীর বটতলা মিরাবাড়ির পোল এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হয় মরহুম সৈয়দ জাকির হোসেন জেলাল এর মৃতদেহ। তার মৃতদেহ বহনকারী এ্যাম্বুলেন্স প্রবেশ করা মাত্রই কান্নার রোল পড়ে যায়। পরিবারের স্বজন হারা আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। তাদের কান্না আর বিলাপ দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি মরহুম সৈয়দ জেলালকে শেষ বিদায় জানাতে আসা মানুষগুলো।
এমবি
