ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় পর পর দুটি হত্যাকান্ডের রেশ না কাটতেই এবার ওবায়দুল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রামের একটি সুপারির বাগান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, ভোলার আলী নগর ইউনিয়নের মৃত আবদুল্লাহর ছেলে ওবায়দুল মঙ্গলবার রাত ৮ টার দিকে বাসা থেকে বের হয়। রাত ১২ টার পরেও সে বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। বুধবার সকালে বাড়ির পাশে একটি সুপারি বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিখোঁজ ওবায়দুলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারনে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ উৎঘাটন করতে পারেনি। নিহত ওবায়দুল ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। সে পড়াশুনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো।


এ ব্যাপারে ঘটনা স্থল পরিদর্শন করে ভোলার  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরর্দার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ ধারনা করছে এটি একটি হত্যাকান্ড । তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের দুই দিন আগে ঈদের দিন ১০ জুলাই রবিবার সকালে আলীনগর ইউনিয়নে গলাকেটে নাহিদ নামে এক যুবককে হত্যা করে প্রতিবেশী। এ ঘটনার পরের দিন সোমবার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে পা বাঁধা অবস্থায় জয়তুন নেছা নামে অপর এক বৃদ্ধার লাশ পুলিশ উদ্ধার করে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন