ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

কলাপাড়ায় ৬ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

কলাপাড়ায় ৬ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ার পৌরসভার রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শান্তা (১৩) নামের শিক্ষার্থী ৬ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

নিখোঁজ হওয়া শান্তার পরিবার সুত্রে জানা গেছে, ৮ জুলাই শুক্রবার সন্ধ্যা কলাপাড়া পৌরসভার এতিমখানা রহমতপুর এলাকার মো. জাহাঙ্গীর শিকদারের মেয়ে শান্তা বাসার সামনে ঘুরতে বাহির হয়ে আর বাসায় ফিরে আসেনি। তারপর শান্তার পরিবার আজ ৬ দিন ধরে বিভিন্ন আত্নীয় স্বজনদের বাসাবাড়ীতে খুঁজে তার কোন সন্ধান করতে পারেনি। 

শান্তার পরিবারের লোকজনের সন্দেহ তার মেয়েকে দুষ্কৃতকারীরা জোড়পুর্বক অপহরন করে নিয়ে গেছে। শান্তার বাবা জাহাঙ্গীর শিকদার জানান,শান্তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় ৬ দিন ধরে কোন খোঁজখবর পাইনি। 

এব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন