ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মনপুরায় নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ জোহর মনপুরা প্রেসক্লাব মিলানায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

স্মরণসভায় বক্তারা বলেন, দেশ মাতৃকারটানে রনাঙ্গনে ঝাপিয়ে পড়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে অগ্রহণী ভূমিকা পালন করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে দেশের অর্থনৈতিক মুক্তি লাভে কাজ করেছেন তিনি। 

তার হাত ধরে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সহ যমুনা গ্রুপে ৪১ টি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই সমস্ত প্রতিষ্ঠানে লক্ষাধিকের ওপর মানুষের কর্মসংস্থান হয়। এতে বেকারত্ব দূর হওয়ার সাথে সাথে দেশের অর্থনৈতিক ভীত মজুবত হয়। তার হাত ধরে এই দেশে শিল্প বিপ্লব শুরু হয়।

তার সততা, সাহসী কাজকর্মে হাজার বছর দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দেশের অর্থনৈতিক মুক্তির মহানায়ক ও সাংবাদিকদের সাহসের বাতিঘর নুরুল ইসলাম বাবুল।

স্মরণসভায় যুগান্তর মনপুরা উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, হাজির হাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, হাজিরহাট বাজার সমিতির সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার, সাবেক প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. ছালাহউদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অহিদুর রহমান, সমকাল প্রতিনিধি আমীর হাওলাদার, আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, সাংবাদিক মিজানুর রহমান।  

পরে নুরুল ইসলামের মাফফিরাত কামনা করে দোয়া করা হয়। এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নজিাম উদ্দিন হাওলাদার। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন