ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

লালমোহনে ডাকাত দলের সদস্য গ্রেফতার

লালমোহনে ডাকাত দলের সদস্য গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে মো. জাহের মাল (২৯) নামের আন্ত:জেলা  ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলার রমাগঞ্জ  ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহের মাল ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, জাহেরের বিরুদ্ধে   বোরহানউদ্দিন ও লালমোহন থানায় ডাকাতি, চুরি ও মাদকসহ ৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও জাহের চরফ্যাশন, বোরহানউদ্দিন ও লালমোহন থানায় একাধিক বার বিভিন্ন অপরাধ সংঘঠিত করার কারণে গ্রেফতার হয়। সে আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন