বরিশালে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

বরিশালে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বৈরাগী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জের গোমা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি বরিশালের চরকাউয়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বৈরাগী বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় সড়কের পাশে খাদে পড়ে আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় চালক-হেলপারসহ অন্তত ৩০ যাত্রী হয়েছেন। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ এবং বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এমবি
