ভোলায় ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার


প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ভোলার ১ হাজার ২ শত ৯১ ভূমিহীন, গৃহহীন ও অসহায় পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর বিতরণ অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ পর্যন্ত ভোলা জেলার ৭ উপজেলায় ঘর পেয়েছে ২ হাজার ৮ শত ৮৩ পরিবার। ঠিকানাহীন এসব পরিবার গুলো ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এইচকেআর
