ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ভোলায় ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ভোলার ১ হাজার ২ শত ৯১ ভূমিহীন, গৃহহীন ও অসহায় পরিবারকে  ২ শতাংশ জমিসহ ঘর দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর বিতরণ অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ পর্যন্ত ভোলা জেলার ৭ উপজেলায় ঘর পেয়েছে ২ হাজার ৮ শত ৮৩ পরিবার। ঠিকানাহীন এসব পরিবার গুলো ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন