ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

‘গণতন্ত্র পুনরুদ্ধারে এক বিন্দুও ছাড় দেবে না বিএনপি’

‘গণতন্ত্র পুনরুদ্ধারে এক বিন্দুও ছাড় দেবে না বিএনপি’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যতই হামলা-মামলা করা হোক, গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে তাঁর দল এক বিন্দুও ছাড় দেবে না। 

আজ শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নওয়াজের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। 


বিবৃতিতে ফখরুল অভিযোগ করেন, ১৮ জুলাই নোয়াখালীর হাতিয়ায় নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ, যুবলীগ নেতা আবদুর রহিম ও জীবনের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী শাহ নওয়াজের ওপর হামলা করে। প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে আটক রেখে নির্মম নির্যাতন করে হত্যার চেষ্টা করে। বিবৃতিতে শাহ নওয়াজের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

বিচার না হওয়ার কারণে দ্বিগুণ উৎসাহে আওয়ামী সন্ত্রাসীরা একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে যতই চেষ্টা করা হোক, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যাপারে এক বিন্দুও ছাড় দেবে না।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন। ঠিক সেই সময়েই কোনো কারণ ছাড়াই নেতা-কর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। সরকার দেশব্যাপী বীভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে।’ 

অপর এক বিবৃতিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল প্রামাণিক মাহামুদ ও ছাত্রদল নেতা মারুফ প্রামাণিকসহ ২০ জন নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আইন-আদালত ও প্রশাসন নিরপেক্ষ আচরণ ভুলে এখন ক্ষমতাসীনদের ইশারায় চলে। বিরোধী দলের নেতা-কর্মীদের সরকার চিরস্থায়ীভাবে কারারুদ্ধ করে রাখতে চায়।’ 

বিবৃতিতে আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন