চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন


জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে চরফ্যাশনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলা কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে চরফ্যাশন সদর রোড, ফ্যাসন স্কায়ার, জ্যাকব টাওয়ার, কলেজে রোড সহ বিভিন্ন গলি প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসনের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসনের হল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন খান, এফডি এর পরিচালক কামাল হোসেন, নিলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদার, মৎস্যজীবি লীগের সভাপতি সফিউল্লাহ পালোয়ান, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মফিজ কম্পানি, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি নান্নু মিয়া।
অনুষ্ঠানে হাজী আব্বাস উদ্দীন ফরাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান।
এইচকেআর
