ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

লালমোহনে জাতীয় মৎস‍্য সপ্তাহ  উদযাপন

লালমোহনে জাতীয় মৎস‍্য সপ্তাহ  উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে "নিরাপদ মাছে ভরবো দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ'' এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ  ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

রোববার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী এর উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

সকাল ১০ টায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্যচাষী, মৎস্যজীবী ও অন্যান্যদের নিয়ে  মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও ‌র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়  স্বাগত বক্তব্য দেন লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ। এসময় অন্যান‍্যর মধ‍্যে উপস্থিত  ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন