ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news
ঘূর্ণিঝড় ইয়াস

 উপকূলের ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে নৌবাহিনী

 উপকূলের ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে নৌবাহিনী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় ‘ইয়াস’এর কারণে ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার (২৭ মে) নৌবাহিনী জাহাজ অদম্য নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ও ভোলার মনপুরায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে।

অন্যদিকে নৌবাহিনী জাহাজ অপরাজেয় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে।

এছাড়া খুলনা নৌঅঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী ও রিখামারী এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার এবং মোংলাস্থ ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলাধীন হুরকা ইউনিয়ন পরিষদ, উত্তর হুরকা ও তৎসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

নৌবাহিনীর ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১ হাজার পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

জরুরি খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন