দিনাজপুরে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা


দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনকে আবেগ আপ্লুত ভালোবাসা দিয়ে বিদায় জানালেন পিবিআই পুলিশ সুপার মো. মকবুল হোসেন।
দিনাজপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর আয়োজনে জেলা কার্যালয় মিলনায়তনে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম বার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বদলি জনিত বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. মকবুল হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এর স্বধর্মিনী খাদিজা ফেরদৌস, পিবিআই পুলিশ সুপার সহ স্বধর্মিনী ফারজানা খান সুইটি, ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টার পুলিশ সুপার শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী সকল কর্মকর্তাগণ ।
এইচকেআর
