ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনায় গুলি করে যুবদল নেতাকে হত্যা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছে ইসি
  • এশিয়া কাপে  শ্রীলঙ্কা-আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ

    এশিয়া কাপে  শ্রীলঙ্কা-আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপ ২০২২ এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসি। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এবারের এশিয়া কাপের পর্দা উঠবে ২৭ আগস্ট। ফাইনাল ম্যাচ দিয়ে আসর শেষ হবে ১১ সেপ্টেম্বর।

    সব মিলিয়ে এই টুর্নামেন্ট চলবে ১৬ দিন। দুবাই ও শারজাহতে হবে মোট ১৩ টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬ টি ম্যাচ, সুপার ফোরে ৬ টি ম্যাচ ও ফাইনাল। যেখানে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান সরাসরি খেলবে মূল পর্বে, সঙ্গে থাকবে একটি বাছাইপর্বের দল। 

    ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার এক দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর আগে ২০১৮ এশিয়া কাপেও বাংলাদেশের গ্রুপসঙ্গী ছিল এই দুই দলই। 

    দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে। যেখানে প্রতিটি দল অন্য দলগুলোর মুখোমুখি হবে একবার করে। 

    এশিয়া কাপের জন্য বাছাইপর্বের ম্যাচ শুরু হবে ২১ আগস্ট শুরু হবে। হংকং, কুয়েত, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব-আমিরাত এই প্রতিযোগিতায় অংশ নেবে।

    এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও আয়োজকের মর্যাদা থাকছে শ্রীলঙ্কা ক্রিকেটেরই।

    এশিয়া কাপ ২০২২ এর সূচি-

    গ্রুপপর্ব
    শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (গ্রুপ বি)- ২৭ আগস্ট, দুবাই
    ভারত বনাম পাকিস্তান ( গ্রুপ এ)- ২৮ আগস্ট, দুবাই
    বাংলাদেশ বনাম আফগানিস্তান (গ্রুপ বি)- ৩০ আগস্ট, শারজাহ
    ভারত বনাম বাছাইপর্ব পেরোনো দল (গ্রুপ এ)- ৩১ আগস্ট, দুবাই
    শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (গ্রুপ বি)- ১ সেপ্টেম্বর, দুবাই
    পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরোনো দল (গ্রুপ এ)- ২ সেপ্টেম্বর, শারজাহ

    সুপার ফোর
    বি১ বনাম বি২- ৩ সেপ্টেম্বর, শারজাহ
    এ১ বনাম এ২- ৪ সেপ্টেম্বর, দুবাই
    এ১ বনাম বি১- ৬ সেপ্টেম্বর, দুবাই
    এ২ বনাম বি২- ৭ সেপ্টেম্বর, দুবাই
    এ১ বনাম বি২- ৮ সেপ্টেম্বর, দুবাই
    বি১ বনাম এ২- ৯ সেপ্টেম্বর, দুবাই

    ফাইনাল
    ১১ সেপ্টেম্বর- দুবাই


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ